ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
শব্দ দূষণ রোধে রাজবাড়ীতে দুইটি যানবাহনকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৩ ১৫:১৫:৫৮

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে গত ১২ই জুন দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 এ সময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দসহ ধ্বংস ও ২হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
 অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
 পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ জানান, গত ১২ই জুন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদের নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর রেল গেইট এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দসহ ধ্বংস করা হয় ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
 মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশের একদল পুলিশ সহায়তা প্রদান করে। 

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ