বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান জুয়েল গতকাল ১৪ই জুন দুপুরে পৈত্রিক বাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ভাতশালা গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঢাকায় ফেরার পথে তিনি কসবামাজাইল, মাছপাড়া তত্তিপুর বাস স্ট্যান্ড ও পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ডে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা আজিজ সরদার বাস স্ট্যান্ডে পৌঁছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে বিএনপির দলীয় কার্যালয়ে স্বাগত জানায়।
লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান জুয়েল উপস্থিত লোকজনের সাথে শুভেচ্ছা ও কুশলাদী বিনিময় করেন।
তিনি বলেন, এখন থেকে আমি নিয়মিত এলাকায় থাকবো। যে কোন মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মানুষের বাড়ীঘরে হামলা-লুটতরাজ এবং দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমি সব সময় সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে। সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি। ভালো মানুষেরা ঐক্যবদ্ধ হলে দুই একজন খারাপ প্রকৃতির মানুষ টিকে থাকতে পারবে না।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ শওকত আলী সরদার।
তারা মাদক, সন্ত্রাস-নৈরাজ্য প্রতি হতে লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান জুয়েলের সাহসী পদক্ষেপকে প্রশংসা এবং রাজবাড়ী-২ আসনে নেতৃত্ব গ্রহণের আহবান জানান।
পাংশা পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী আজাদ, কৃষক দলের নেতা আব্দুল কাদের মন্ডল ও মুন্সী রায়হানুল হক (ডলার)সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ই জুন লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান জুয়েল ঢাকা থেকে পৈত্রিক বাড়ী পাংশার কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রামের বাড়ীতে যান। গত কয়েক দিনে তিনি রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী-২০২৫, প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দিসহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার বহু মানুষ ভাতশালা গ্রামের বাড়ীতে লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস.এম মতিউর রহমান জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।