ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-১৫ ১৬:২৭:০০

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৫ই নভেম্বর বিকালে ১২০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

 জানা গেছে, উপজেলার ৮টি গ্রুপকে কৃষি উপকরণ হিসেবে বারি ৩০, ৩২ ও ৩৩ জাতের গমের বীজ, ইউরিয়া, ডিএপি ও এমওপি সার, বীজ শোষক ও বালাই নাশক ওষুধ বিতরণ করা হয়। প্রত্যেক গ্রুপে মোট সদস্য সংখ্যা ১৫জন। প্রতিটি গ্রুপকে ৪ একর জমির জন্য নির্দিষ্ট পরিমাপে প্রয়োজনী কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

 কৃষি উপকরণ বিতরণ কালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ