ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে আওয়ামী লীগে দুই গ্রুপের আনন্দ মিছিল
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১১-১৫ ১৬:২৮:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর গতকাল ১৫ই নভেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

 আনন্দ মিছিলটি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 আনন্দ মিছিলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, নুরে আলম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এ সময় নেতারা বলেন, আমরা ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ আগামী ৭ই জানুয়ারী একটি সুষ্ঠ, সুন্দর পরিবেশে মধ্যে দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয় লাভ করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবে।

 অপরদিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীর সমর্থক হিসেবে একটি গ্রুপ গোয়ালন্দে পৃথক একটি আনন্দ মিছিল বের করে। গোয়ালন্দ উপজেলার রেলওয়ে স্টেশনের পাশে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি আনন্দ মিছিলটি বের হয়।

 মিছিলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী ও পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ