ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পার হচ্ছে রাজবাড়ী-পাবনার কয়েক গ্রামের মানুষ
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১১-১৫ ১৬:২৯:৩১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের পদ্মা নদীর অন্তার মোড় ভাঙ্গন এলাকায় ট্রলারে জীবনের ঝুঁিক নিয়ে পদ্মা নদী পার হচ্ছে রাজবাড়ী ও পাবনা জেলার কয়েক গ্রামের মানুষ।

 গতকাল ১৫ই নভেম্বর সকালে অন্তার মোড় ভাঙ্গন এলাকা ঘুরে ও পারপার হওয়া যাত্রীসহ জনপ্রতিনিধি ও ট্রলার চালকদের সাথে কথা বলে এই তথ্য পাওয়া যায়। 

 জানা যায়, দীর্ঘদিন যাবৎ জীবনের ঝুঁিক নিয়ে পাবনা, সিরাজগঞ্জ, বেড়া, সুজানগর, শাহজাদপুর, ধারাই, নারাদা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি, কুশাহাটা, বড়সিঙ্গা, পুরলি, গোপালবাড়ী গ্রামসহ কয়েক গ্রামের মানুষ অন্তার মোড় ভাঙ্গন এলাকা দিয়ে ট্রলারে করে পদ্মা নদী পার হচ্ছে। বছরের শুস্ক মওসুমে নদী শান্ত থাকার কারণে ট্রলারে পারাপারের ঝুকি কম থাকলেও বর্ষা মওসুমে ঝুকি অনেক বেশী থাকে। আর সেই কারণে পারপার হওয়া যাত্রীসহ এলাকবাসীর দাবী সরকার পারাপারের জন্য এখানে একটি সেতু করে দিলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

 বিষয়টি নিয়ে অন্তারমোড় ভাঙ্গা এলাকা থেকে ট্রলারে পার হওয়া যাত্রী লুৎফর রহমান বলেন, আমি পাবনার সুজানগরে পারাডাইস কোম্পানীতে চাকুরী করি, ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম কালকে অফিস করতে হবে তাই সহজ পথে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা নদী পার হচ্ছি। এখান দিয়ে পাবনা পর্যন্ত একটা সেতু হলে আমাদের জন্য চলাচলটা খুব সহজ হতো।

 ট্রলার ঘাটের মাঝি বাবু প্রামানিক জানান, অন্তার মোড় ভাঙ্গা এলাকার এ ঘাট থেকে প্রতিদিন মোট ৬টি করে ট্রলারে করে ৪০ টাকা জনপ্রতি দিয়ে পাবনা, রাজবাড়ী, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা চলাচল করে। আজকে অবরোধের কারণে সড়কপথে যাওয়া নিরাপদ না হওয়ায় ট্রলারে প্রতিদিনের তুলনায় বেশী যাত্রী পার হচ্ছে।

 ঘাট দেখাশোনার কাজে নিয়োজিত ঘাট ম্যানেজার  রহমান খান জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের ট্রলার করে পারাপার হতে হয়। একটা ট্রলার ঘাটে  না আসা পর্যন্ত ঘাটেই যাত্রীদের  দাঁিড়য়ে অপেক্ষা করতে হয়।  এখানে একটা বসার স্থান ও পদ্মা নদীতে একটা টার্ণেল করে দিলে যাত্রীদের পারাপারে এত ভোগান্তি পোহাতে হতো না।

 ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন জানান, প্রতি বছর এ ঘাটটি ইজারা দেওয়া হয়। পাবনা ও রাজবাড়ীর জেলার কয়েক গ্রামের মানুষ এ ঘাট দিয়ে  ট্রলারে নদী পাড়ি দেয়। উত্তাল পদ্মায় ঝুঁকি বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে এই পথে চলাচলকারী দুই জেলার মানুষ অনে উপকৃত হবে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ