ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
পাংশার হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-১৬ ১৬:৪৩:১৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরে গতকাল ১৬ই নভেম্বর রাতে অষ্টকালীন লীলা কীর্তন-২০২৩ সম্পন্ন হয়েছে।

 লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের শ্রীমতি অনুরাধা মল্লিক, বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেব নাথ ও শ্রীমতি পূজা রায় এবং হাবাসপুরের রমেন কুমার।

 এর আগে ১৪ই নভেম্বর ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়। পাংশার শ্রীগুরু সম্প্রদায়, খুলনার মা যশোদা সম্প্রদায়, ফরিদপুরের রাধা গোবিন্দ সম্প্রদায়, সাতক্ষীরার স্বর্গ সুধা সম্প্রদায়, যশোরের ভক্তের ভগবান সম্প্রদায় ও হাবাসপুরের লক্ষèী নারায়ন সম্প্রদায় সংকীর্তন পরিবেশন করে।

 গতকাল বৃহস্পতিবার সমাপনীতে হাবাসপুর নামযজ্ঞ কমিটির সভাপতি শ্রীমতি অনিমা রানী কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, কেন্দ্রীয় গৌরাঙ্গ সংঘের সভাপতি ও ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সনৎ কুমার সাহা, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি গোলক চন্দ্র কুন্ডু, হাবাসপুর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কুমার কুন্ডু সজল, হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি পরেশ দাস, সাধারণ সম্পাদক প্রলয় বিশ্বাস চয়ন, প্রবীর চক্রবর্তী, স্বপন অধিকারী, ডাঃ দেব প্রসাদ বিশ্বাস, পরেশ চন্দ্র বিশ্বাস, টুটুল কুমার বিশ্বাসসহ মন্দির কমিটি, নামযজ্ঞ কমিটি ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 শ্রী শ্রী কালীপূজা-২০২৩ উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানামযজ্ঞ ও লীলা কীর্তন উপভোগ করে। তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের শ্রীমতি অনুরাধা মল্লিকের লীলা কীর্তনে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষনীয়। ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

গোয়ালন্দের জমিদার ব্রিজ কবরস্থানে মাটি কাজ শুরু
গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোস্তাফা মুন্সীর গণসংযোগ
পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
সর্বশেষ সংবাদ