ঢাকা মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাসদের দলীয় মনোনয়নপত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১১-১৮ ১৫:০৮:৫৪

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রাথমিক মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

 প্রথম দিনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গতকাল শনিবার দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

 এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এমপি এবং সদস্য এডঃ রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

 দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত  মোকাবেলা করে নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গিয়েছে। সংবিধান সমুন্নত হয়েছে। তিনি সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক-নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানান।

 দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , প্রথম দিনেই স্ব শরীরে হাজির হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ থেকে । 

 অন্যানের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা হলেন- কার্যকরী সভাপতি এড. রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬, জাহিদুল আলম মাগুরা-১, জসিম উদ্দিন বাবুল চট্টগ্রাম-১১, জায়েদুল কবির নরসিংদী-২, শরিফুল কবির স্বপন কুষ্টিয়া-১, জহিরুল হক মন্ডল বাচ্চু গাজীপুর-৩, মোঃ আব্দুর রাজ্জাক বগুড়া-৭, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ঢাকা-১৫, মোঃ হারুন অর রশিদ সুমন নোয়াখালী-২, এড. হাসান আকবর আফজল হারুন বগুড়া-১, এড. নীলঞ্জনা রিফাত সুরভী ঢাকা-৮, মনির হোসেন মজুমদার চাঁদপুর-৫, শহিদ আলমগীর চাঁদপুর-২, সিদ্দিকুল আলম মামুন বগুড়া-৪, মোহাম্মদ ফিরোজ শাহী শরিয়তপুর-১, এড. আবু মোঃ হানিফ ঢাকা-১৪, জুলফিকার মান্নান জামী রাজশাহী-৬, সাজ্জাদ হোসেন বরিশাল-২, আবু জাফর সূর্য বরগুনা-১, মীর্জা মোঃ আনোয়ারুল হক ঢাকা-১৪, ফরিদ উদ্দিন আহমেদ কুমিল্লা-৫ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ