আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল ২০শে নভেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন- সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসল্লী, গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি এলাকার সুলতান ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষ্মীপুর এলাকার মোঃ সাইফুল হাসান।