ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশার মাশালিয়া পালপাড়া কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-২০ ১৬:২৪:০৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির মাশালিয়া পালপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপ গতকাল ২০শে নভেম্বর মহা অষ্টমীতে পরিদর্শন করেন স্থানীয় আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

 জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় কলিমহর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাস, কলিমহর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল আলী মিয়া, পাংশা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ আলী মন্ডল, কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন(মুকুল বিশ্বাস), মতিয়ার রহমান বিশ্বাস, কুমারখালী সরকারী কলেজের প্রভাষক রবিউল ইসলাম রিপন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, কলিমহর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন, হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র বিশ্বাস, কলিমহর ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি নরেশ চন্দ্র মজুমদার, কলিমহর ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম, আলাউদ্দিন মন্ডল, সুজিত কুমার পাল, সুশান্তÍ কুমার পাল, ভজন কুমার মন্ডল, সুজন মন্ডল, উত্তম পাল ও মিলন পালসহ আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাশালিয়া পালপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 মন্দিরের সভাপতি সুকুমার পাল সাধু ও সাধারণ সম্পাদক সুশান্ত পাল বাবুসহ রাজকুমার পাল, অসীম পাল, অনিক পাল, গৌতম পাল, উজ্জল পাল, বিষ্ণু পাল, সঞ্জয় পাল, অখিল পাল, সঞ্জিত পাল, সুবীর পাল, বিষ্ণু কুমার পাল, বিজয় পাল ও সজল পালসহ মন্দিরের সদস্যবৃন্দ নেতৃবৃন্দকে মন্দিরে স্বাগত জানায়।

 পূজা মন্ডপ পরিদর্শনে আগত নেতৃবৃন্দ মন্দির কমিটির লোকজনের সাথে কাত্যায়নী পূজার শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরে পূজা পরিচালনা করছেন পুরহিত অজিত কুমার চক্রবর্তী।

 উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর থেকে পাংশা উপজেলায় ১০টি মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। মন্দিরে সামনে সুদৃশ্য তোরণ নির্মাণসহ আলোকসজ্জা করা হয়েছে। কাত্যায়নী পূজা উৎসব ঘিরে মন্দিরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ২২শে নভেম্বর মহা বিজয়া দশমীর মধ্য দিয়ে ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজা উৎসব শেষ হবে।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ