সন্ত্রাস, নাশকতা, অপরাধ ও অপরাধী শনাক্ত এবং দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করতে রাজবাড়ী জেলা পুলিশের ১৫ সদস্য বিশিষ্ট বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ(এসটিজি) যাত্রা শুরু হয়েছে।
গতকাল ২৩শে নভেম্বর দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে টিম স্পেশাল টাস্কিং গ্রুপের সদস্যরা নতুন পোশাক ও আধুনিক অস্ত্র নিয়ে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়কে মহড়া প্রদর্শন দেয়।
গত ২২শে নভেম্বর বিকালে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ টিম স্পেশাল টাস্কিং গ্রুপের আত্মপ্রকাশ করেন।
গতকাল ২৩শে নভেম্বর দুপুরে গ্রুপের সদস্যরা সুসজ্জিত একটি মহড়া নিয়ে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ে এসে শেষ হয়।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংহিসতা, নাশকতা এড়াতে, সন্ত্রাস মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে অপরাধীদের ধরতে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশাল টাস্কিং গ্রুপ। আসন্ন নির্বাচন পর্যন্ত আমাদের টিম ২৪ ঘন্টা সক্রিয় থাকবে।