ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
নির্বাচনী প্রচারণা ছাড়া কোন সভা-সমাবেশ করা যাবে না---ইসি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-১২ ১৪:৩২:২২

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত (১৮ই ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারী) নির্বাচনের প্রচারণা ছাড়া কোন প্রকার সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এ জন্য সভা-সমাবেশের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
 গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
 চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বছরের ৭ই জানুয়ারী ধার্য করা রয়েছে। এতে ১৮ই ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। এজন্য ১৮ই ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।’
 চিঠিতে আরও বলা হয়, ১৮ই ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনো সভা-সমাবেশ বা অন্য সব রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়।

 

 পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা
চারদিনের সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকা আসছেন
বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া
সর্বশেষ সংবাদ