রাজবাড়ীর ডিবির অভিযানে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে হেরোইন ও ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গত ২৬শে সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে ওসি ওমর শরীফের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মোহনপুর গ্রামের সলেমান খানের ছেলে আঃ রব খান(৩৫) এবং একই গ্রামের রেজাউল খানের ছেলে রব্বেল খান(৩৬)। তাদের মধ্যে রব খানের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও রব্বেল খানের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজবাড়ী ডিবি’র ওসি ওমর শরীফ জানান, গ্রেফতারকৃত রব খান ও রব্বেল খান মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন মাস্টার ওরফে ইউসুফ মেম্বারের সহযোগী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।