ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়ায় মেয়ে শিশুদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৩ ১৪:১৮:১২

শোষণ ও নির্যাতন মুক্ত পরিবেশ এবং সব বৈষম্য দূর করা ও অধিকার প্রতিষ্ঠার দাবির মধ্য দিয়ে গতকাল ২৩শে ডিসেম্বর দিনব্যাপী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মেয়ে শিশুদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল এ্যাফেয়্যারস কানাডার সার্বিক সহযোগিতায় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির আলো প্রোগ্রাম এ সমাবেশের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধা বঞ্চিত ৩শতাধিক মেয়ে শিশু অংশ গ্রহণ করে।

 মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু ও এমএমএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার উপস্থিত ছিলেন।

 সমাবেশের আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা, সহিংসতা বন্ধে রচনা প্রতিযোগিতা, বাল্যবিবাহ ইভটিজিং শোষণ বন্ধে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ