দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পক্ষে পাংশা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা গতকাল ২৬শে ডিসেম্বর সকালে পাংশা শহরে মিছিল করেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খানের নেতৃত্বে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধিরা পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে পাংশা শহরস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বাসভবনে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমূখ।