ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
দৌলতদিয়ায় এইচবিবি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৭ ১৪:০৫:২১

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮নম্বর ওয়ার্ডের আয়নাল মাতব্বর পাড়া এলাকায় গতকাল ২৭শে ডিসেম্বর সকালে ১কিলোমিটার এইচবিবি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল।

 জানা গেছে, নির্মাণাধীন এইচবিবি রাস্তার কাজটি ৮০ লক্ষ ৫১ হাজার ৭২৫ টাকা ব্যয়ে নির্মাণ করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টারপ্রাইজ। 

 উদ্বোধনকালে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রশিদ টিটো, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজলুল হক ও মোঃ জামাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ