ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দি উপজেলায় প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১২-২৭ ১৪:২২:২৪

আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৭শে ডিসেম্বর সকালে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলাতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা পরিষদে সভাকক্ষে প্রিজাইডিং অফিসার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।

 প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। 

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম বক্তব্য রাখেন।

 এ সময় বায়িলাকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ