আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৭শে ডিসেম্বর সকালে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলাতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা পরিষদে সভাকক্ষে প্রিজাইডিং অফিসার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বায়িলাকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।