ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কাতারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেল আকাশ মিডিয়া ভুবন
  • কাতার প্রতিনিধি
  • ২০২৩-১২-২৮ ১৪:১৫:২৫

প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরায় বিশেষ স্বীকৃতি পেল আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবন।

 গতকাল ২৮শে ডিসেম্বর দুপুরে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের হাতে বিশেষ স্বীকৃতির সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।  

 আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ জানান, রাষ্ট্রদূতের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য একটি আনন্দের বিষয়। ভবিষ্যতে প্রবাসে আরো বড় পরিসরে ইভেন্ট করার জন্য এই স্বীকৃতি আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। এ জন্য আমি বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  

 উল্লেখ্য, সম্প্রতি কাতারে অনুষ্ঠিত হয়ে গেল আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৩। অনুষ্ঠানটি সফলভাবে কাতারের রাজধানী দোহায় আয়োজন করাতে আকাশ মিডিয়া ভুবনকে গতকাল ২৮শে ডিসেম্বর দুপুর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

 এ সময় আকাশ মিডিয়া ভুবনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মফিজ ও আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ সংবাদ