ঢাকা বুধবার, মে ১, ২০২৪
হজ¦যাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৮ই জানুয়ারী পর্যন্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-২৮ ১৪:১৭:৫৮

হজ¦যাত্রী নিবন্ধনের সময় ১৮ই জানুয়ারী পর্যন্ত বেড়েছে। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন/প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

 গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাঃ আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 প্রাথমিক নিবন্ধন করার পর ২৯শে ফেব্রুয়ারীর মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২হাজার ৯৫২ জন সরকারীভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারীভাবে নিবন্ধিত হয়েছেন।

 চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ই জুন পবিত্র হজ¦ অনুষ্ঠিত হবে। আগামী বছরেও দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ¦ করতে পারবেন।

 
মহান মে দিবস আজ
প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ
সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ​
সর্বশেষ সংবাদ