দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে গতকাল ৩১শে ডিসেম্বর বিকালে নির্বাচনী মাঠে নেমেছে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ বাজারের প্রতিটি অলিগলি ও মার্কেটে ঢুকে নৌকা প্রতীকের পক্ষে ব্যবসায়ীদের ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরন করেন।
এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, সহ-সভাপতি জিয়াউল হাসান জিয়া বাবু, মোবারক বেপারী, সাধারণ সম্পাদক খোকন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ভরত মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, সদস্য জাহিদ সরদার, হানিফ শেখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বাজার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া বলেন, বিগত দিনে গোয়ালন্দ বাজারের প্রতিটি অলিগলি, ড্রেন, রাস্তা পাঁকা হয়েছে। বাজারে এখন আর জলাবদ্ধতা হয় না। তাই আমরা উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে মাঠে নেমেছি।