ঘন কুয়াশার কারণে গত ৩০শে ডিসেম্বর দিনগত রাত ৩টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৫ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।
কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কমে আসলে গতকাল ৩১শে ডিসেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরী দিয়ে যাত্রী, যানবাহন পারাপার করা হচ্ছে। গত শনিবার দিনগত রাত ১টার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পদ্মায় চলাচলরত ফেরী ও লঞ্চ ঝুকিপূর্ণ হয়ে পড়ে। রাত সাড়ে ৩টার পর বরকত ও কবরী ফেরী দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর মাঝ নদীতে পৌঁছে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে ফেললে মাঝ নদীতে ফেরীটি নোঙর করতে বাধ্য হয়। এছাড়া ঘন কুয়াশায় ফেরী বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ শতাধিক পণ্যবাহী যানবাহন। তীব্র শীতে ও হালকা বাতাস এসব যানবাহনের যাত্রী ও চালক গাড়িতেই আটকে চরম ভোগান্তির শিকার পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৫ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। এ নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।