ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সাওরাইল ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের পথসভা
  • ফজলুল হক
  • ২০২৩-১২-৩১ ১৫:৪১:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

 কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে ঘটোরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।

 পথসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 এ সময় পথসভায় রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সারওয়ার ঠান্ডু, সাবেক ছাত্রলীগ নেতা কামাক হোসেন, শাফিন সরওয়ার তুষার ও মিজানুর রহমান বক্তব্য রাখেন। পথসভায় সভাপতিত্ব করেন সাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ