আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন রাজবাড়ী-১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
তিনি গতকাল ২রা জানুয়ারী সকালে নির্বাচনী এলাকা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে গিয়ে প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া লঞ্চ ঘাট, ক্যানেল ঘাটে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
পরে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক, আক্কাছ আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন গাজী বিপ্লব, হেলাল মাহমুদ, সদর উপজেলার সভাপতি রতন সরকার সহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।