আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) নৌকাকে জেতাতে মরিয়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে বিজয়ের লক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কাজ করছেন তাঁরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে মোট ভোটর রয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক(ঈগল), জাতীয় পার্টির মোঃ শফিউল আজম খান(লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া(মশাল), তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী (ছড়ি) মোঃ আব্দুল মালেক মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে জয়লাভ করেন। এবারের নির্বাচনে ভোটের মাঠে জিল্লুল হাকিমকে জেতাকে মরিয়া তিনি। অপরদিকে উপজেলা পরিষদের পরাজিত প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। তিনিও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবার বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীকে জেতাতে তিনিও কাজ করছেন।
বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ও জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে করেছিলেন মোঃ আলমগীর বিশ^াস ও ইউনুছ আলী সরদার। আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিমকে জেতাতে মাঠে মরিয়া তারা।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সেই কারণ বিভিন্ন নির্বাচনে যারা বিদ্রোহী ছিলেন তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করছেন। মূলতঃ আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভ করেছি তারা কেউ আওয়ামী লীগের বাইরে নই। মনোনয়ন সঠিক হলে হৃদয়ে ধারণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের প্রার্থীর পক্ষেই কাজ করে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জয়লাভের ব্যাপারে বিদ্রোহীদের কাজ করা প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন। এটি আমাদের জন্য ভালো দিক। তাদের কাজ করা করার জন্য আমাদের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আমি নেতাকর্মীদের সাথে থেকে উন্নয়ন করেছি। যারা বিদ্রোহী হয়ে নির্বাচিত হয়েছেন তাদের সাথে আমি সবসময় কাজ করেছি। কয়েকজন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়েছিলেন আমি তাদের কেউ সাথে রেখেছি। কারণ সকলেই চায় পূর্বের মত রাজবাড়ী-২ আসনে উন্নয়নের ধারা অব্যহত থাকুক। আর এসব কারণেই নৌকা পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবে।