গোয়ালন্দে ফেনসিডিলসহ
২জন বিক্রেতা গ্রেফতার
॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে মহাসড়কের চেকপোষ্টে আসাদুল সরদার(২৮) ও সোহাগ ফয়সাল (৩০) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী আসাদুল সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকির পাড়া গ্রামের নায়েব আলী সরদারের ছেলে ও সোহাগ ফয়লাস একই গ্রামের আজিজুল মন্ডলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ই জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে ২ বোতল ফেনসিডিলসহ উল্লেখিতদের গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। এরই ধারাবাহিকতায় গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।