রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী এলাকা থেকে থানা পুলিশ গতকাল ৯ই জুলাই মামলার সাজাপ্রাপ্ত মিলন শেখ (৩৬)কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মিলন শেখ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর নিউ কলোনী এলাকার মৃত নজরুল শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ শামসুজ্জোহা, এএসআই মোঃ নুর আলম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকার বিনোদপুর নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মিলনকে নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।