ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার ১১৫টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০১-০৬ ১৪:০০:৪৫

 আসন্ন দ্বাদশ নির্বাচনে আজ ৭ই জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

 গতকাল ৬ই জানুয়ারী বেলা ১২টার রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে রাজবাড়ী সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনী কার্যক্রমের প্রয়োজনীয় জিনিসপত্র প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট ভোটের ব্যালট পেপার বাদে অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেন।

 রাজবাড়ী সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১১৫টি কেন্দ্রে ৬৯৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী সদর উপজেলায় মোট ভোটার ৩লাখ ৪হাজার ৬২১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৫৪ জন, মহিলা ভোটার ৪৮হাজার ৯৯৪জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬জন।

 

রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ীতে রেলওয়ের ওয়ার্কশপটি করার জন্য জোর দাবী জানাবো--রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি
সর্বশেষ সংবাদ