ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-১১ ১৪:২৯:১১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঐতিহ্যবাহী হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ গতকাল ১১ই জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানের অতিথি পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ চাঁদ আলী সিকদার, পিটিএ কমিটির সভাপতি মাহামুদ হাসান নান্নু, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক নাহিদ সুলতানা। তাকে সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক মসলেম উদ্দিন মনির, মিজানুর রহমান, বজলুর রশিদ, মানিক হোসেন, মনিরা পারভীন, ফারহানা খাতুন, রুমা পারভীন, ফজলুর রহমান, পরিতোষ কুমার, আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

 দিনব্যাপী ৪১টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাপক উদ্দীপনার সাথে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

 সুবিধাজনক সময়ে কর্মসূচির আনুষঙ্গিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ আয়োজন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ