দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ৫ম বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায় গতকাল ১১ই জানুয়ারী সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলাতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ব্যান্ড পাটি, বাঁশি বাজিয়ে মিছিলটি শুরু করে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় ও সাধারণ জনগনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বায়িলাকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নায়েব আলী শেখ, আতাউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন ও ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।