ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
পাংশায় সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৮ই মার্চ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-১৩ ১৩:৫১:৪৩

 রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উদ্যোগে আগামী ৮ই মার্চ ২৯তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হবে।

 গতকাল ১৩ই জানুয়ারী বিকেলে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১শে জানুয়ারীর মধ্যে স্বরচিত ছড়া, কবিতা, ছোটগল্প ও সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন ও কর্মভিত্তিক প্রবন্ধ আহবান করা হয়েছে। কবিতা সর্বোচ্চ ২৮ লাইনের এবং প্রবন্ধ সর্বোচ্চ তিন পৃষ্ঠার কম্পিউটার কম্পোজকৃত হতে হবে। সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মাদ ফিরোজ হায়দার, ডাকঘর- পাংশা, গ্রাম- নারায়নপুর (পাংশা কৃষি ফার্ম সংলগ্ন) ঠিকানায় ১কপি রঙিন ছবি, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানাসহ লেখা পাঠাতে হবে। 

 সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মাদ ফিরোজ হায়দার ও সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিমকে সম্পাদক, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানকে সহসম্পাদক, পাংশার লেখক ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনকে সদস্য করে সাহিত্য ম্যাগাজিনের সম্পাদনা ও প্রকাশনা পরিষদ গঠন করা হয়েছে।

 কর্মসূচি অগ্রগতির বিষয়ে আগামী ফেব্রুয়ারী মাসে আরেকটি সভা এবং এরই মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তৈরী করা হয়সহ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

 পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় প্রস্তুতি সভায় পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, লেখক ও সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মোঃ এবাদত আলী সেখ, সাংবাদিক সেলিম মাহমুদ ও এডভোকেট মোঃ শাহিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

 

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ