বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দ মেগচামী বাজারে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমান ভেজাল, মেয়াদ উর্ত্তীণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।
এ সময় দোকান মালিক কামরুল হাসান খান ও নকল কীটনাশক সরবরাহকারী নিউটন কুমার সরকারকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ১২ই জানুয়ারী দিনগত রাতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার হাসিবুল হাসান বলেন, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দমেগচামী বাজারে কামরুল হাসান খানের সারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল মেয়াদ উত্তীর্ণ সার, কীটনাশক জব্দ করাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে বায়ার কোম্পানীর লুনা সহ ব্রান্ডেড কোম্পানীর নামে নকল কীটনাশক সরবরাহকারী নিউটন কুমার সরকারকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।