ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে নিরাপদ কেঁচো সার উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-১৮ ১৪:৩৭:২১

ফরিদপুরের সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির(এসডিসি’র) উদ্যোগে “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় উদ্যোক্তা পর্যায়ে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 গত ১৭ই জানুয়ারী বিকাল ৩টায় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেড়াডাঙ্গা গ্রামের কৃষক গোলাম মওলার নার্সারীতে এই কৃষক মাঠ দিবসের অনুষ্ঠিত হয়।

 প্রকল্পের ভ্যালু চেইন কর্মকর্তা সত্যম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুমা আক্তার বক্তব্য রাখেন।

 এ সময় প্রকল্পের এভিসিএফ, উপকরন বিক্রেতা, রসুল আইপিএম, কোম্পানির প্রতিনিধিগণসহ এলাকার সবজি চাষী কৃষকগণ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কোঁচো সার তৈরি, কেঁচো সারের গুনাগুন, কেঁচো সারের উপকারিতা, কেঁচো সারের সঠিক ব্যাবহার কেঁচো সারের ব্যবহারে লাভ ক্ষতি ও কেঁচো সার সম্পর্কে কৃষকরা কিভাবে উপকৃত হবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ