ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-২০ ১৩:৫৩:২৭

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্বাপর সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল ২০শে জানুয়ারী বেলা ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নেতৃবৃন্দ। 

 গোয়ালন্দ প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে গোয়ালন্দ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেনের সঞ্চালনায় রাজবাড়ী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বাবু নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার মন্ডল, সাবেক সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি রমেশ কুমার, সম্পাদক সম্পাদক সুজিত দাস ও শ্রী কৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় বক্তারা বলেন, আমরা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তবে দলের ভেতরে কিছু সাম্প্রদায়িক নেতা নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ