ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
কালুখালীর মৃগীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-২২ ১৪:০০:২৫

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ২২শে জানুয়ারী “মানসম্মত প্রাথমিক শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 কালুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জলী রাণী প্রামানিকের সভাপতিত্বে এবং মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কে.এম তৌফিকুর রহমান, মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, কালুখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুপ্রিয়া রানী বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

 শিক্ষকদের মধ্যে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান গগণবক্তব্য রাখেন।

 বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ তাদেরকে সন্তানসম স্নেহে পাঠদানের গুরুত্বারোপ করেন। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পরস্পর সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

 সভায় উল্লেখ করা হয়, কালুখালী উপজেলাতে ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ আছে মাত্র ২টি। যা প্রয়োজনের তুলনায় কম। মাত্র ২জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার দ্বারা ৭৬টি বিদ্যালয়ে মনিটরিং কার্যক্রম করা কষ্ট সাধ্য। এক্ষেত্রে কালুখালী উপজেলাতে আরো ২জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ সৃজনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

 মতবিনিময় সভায় কালুখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 
গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ