ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
বালিয়াকান্দিতে জনতা কর্তৃক দুই মোটর সাইকেল চোর আটক
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০১-২৩ ১৪:২১:০৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শেখ পাড়া এলাকা থেকে গতকাল ২৩শে জানুয়ারী বিকালে দুই মোটর সাইকেল চোরকে চুরির সময় হাতে নাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

 এ ঘটনায় মোটর সাইকেলের মালিক সাইফুল ইসলাম বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

 আটককৃত চোররা হলো বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে রানা ফকির(৪৩) ও পাইককান্দি গ্রামের আয়ুব মুন্সির ছেলে রোকন মুন্সি (২৩)।

 মোটর সাইকেল মালিক সাইফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে আমি বাসায় এসে গ্যারেজে আমার ১৫০সিসি পালসার মোটর সাইকেল রেখে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। আমার মোটর সাইকেলে সিকিউরিটি ডিভাইস এলাম বেজে উঠলে তখন আমি ঘর  থেকে  বের হয়ে দেখি গ্যারেজে মোটর সাইকেল নেই। তখন রাস্তায় দেখি দুজন মোটর সাইকেলটি টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার দিয়ে তাদেরকে ধরতে গেলে মোটর সাইকেল ফেলে তারা দৌড় দিলে স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে।

 বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ২জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আসামী রানা ফকিরেরর বিরুদ্ধে বালিয়াকান্দি থানাসহ মাগুরা, শ্রীপুর, ফরিদপুর ও মধুখালী থানায় ৮টি মামলা রয়েছে।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ