রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির নতুন জেনারেল ম্যানেজার(জি.এম) প্রকৌশলী মোঃ মফিজুর রহমান গত ২২শে সেপ্টেম্বর যোগদান করেছেন। রাজবাড়ীতে যোগদানের পূর্বে তিনি পিরোজপুর জেলায় একই পদে কর্মরত ছিলেন।
তিনি গত ১৮ই সেপ্টেম্বর অবসরে যাওয়া রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম গোলদারের স্থলাভিষিক্ত হলেন।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানের পুত্র মোঃ মফিজুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ২৮শে ডিসেম্বর। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি(ইইই) ডিগ্রী অর্জনের পর ১৯৮৯ সালের ১লা অক্টোবর চাকুরীতে(বাপবিবোর্ড) যোগদান করেন। চাকুরী জীবনের প্রথম কর্মস্থল ছিল রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
জেনারেল ম্যানেজার হিসেবে প্রথম যোগদান করেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে। ব্যক্তিগত জীবনে তিনি ২পুত্র সন্তানের জনক।
রাজবাড়ী জেলায় দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের সেবা গ্রাহকের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।