ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনায় নতুন-পুরাতনের মিলন মেলা
  • গোয়ালন্দ প্রতিনিধ
  • ২০২৪-০১-২৬ ১৪:০৬:২৬

 সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে অবসরজনিত ৫জন শিক্ষক ও এক কর্মচারীর বিদায় সংবর্ধনা উপলক্ষে গত ২৫শে জানুয়ারী সকালে কলেজের আলোচনা সভা, বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

 আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার। 

 বিদায়ী ৫জন শিক্ষক হলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল হালিম তালুকদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাশ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু তালেব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোহসীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল আউয়াল এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ লোকমান হোসেন। 

 কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবার এ ধরনের অনুষ্ঠান হওয়ায় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে একে অপরকে জড়িয়ে ধরে কুশলাদি বিনিময় করেন। অনুষ্ঠানটি নতুন-পুরাতনদের মিলন মেলায় পরিণত হয়। 

 সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, মানপত্র আর উপহার সামগ্রী। পরিবারের সদস্যদের হাতেও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি এবং অবসরে যাওয়া সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে উপহার সামগ্রী তুলে দেন কলেজ অধ্যক্ষ। দুপুরে একসঙ্গে প্রীতিভোজে শরীক হন সবাই।

 অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার বলেন, ৭মাস আগে অধ্যক্ষ হিসেবে এখানে যোগ দেওয়ার পর একত্রে ৫জন শিক্ষক, এক কর্মচারী অবসরে গেলেন। পূর্বে যারা অবসরে গেছেন তাদেরকে একত্রিত করতে পেরে আমার ভালো লাগছে। বাকি যারা আছেন তাদের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।

 
পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ