ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনে ইউএনও
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০১-২৮ ১৪:০৩:৪৬

দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে সরকার। 

 সারাদেশের ন্যায় গতকাল ২৮শে জানুয়ারী সকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও উজানচর ইউনিয়নে সরকারী মূল্যে বিক্রি করা হচ্ছে টিসিবি’র চাউল, তেল ও ডাউল। যার প্যাকেজ মূল্য ৪৭০ টাকা। বর্তমান বাজার দরের চেয়ে কম মূল্য হওয়ায় কার্ডধারীদের উপস্থিতিও ছিল ব্যাপক। টিসিবি’র পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছে স্বল্প ও নিম্ন আয়ের লোকজন।

 এ দুই ইউনিয়নের টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। 

 এ সময় তিনি বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ উপজেলার ২টি ইউনিয়নে ৬হাজার ৪৩৬জন কার্ডধারীদের নিকট টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। স্বচ্ছতার ভিত্তিতে পণ্য বিক্রির জন্য পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে এবং ট্যাগ টিম এর তদারকির ভিত্তিতে নির্ধারিত ডিলারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এই কার্যক্রম। 

 তিনি আরও বলেন, টিসিবি’র পণ্য নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য ট্যাগ টিম গঠন করা হয়েছে। ফ্যামিলি কার্ড ছাড়া কারও নিকট টিসিবি’র পণ্য বিক্রির সুযোগ নেই।

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ