গোয়ালন্দে উপজেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল ২৯শে জানুয়ারী বিকাল ৪টায় উজানচর ইউনিয়নে তরিকুল মেম্বারের বাগান বাড়িতে ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান, যুগ্ম-আহবায়ক মোঃ আবুল হোসেন বাবলু, সদস্য মোঃ মমিন শেখ, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আবুল হোসেন প্রামাণিক, সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা, উজানচর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মোঃ সোনামিয়া মেম্বার, সদস্য সচিব ফরিদ উজ্জামান ফরিদ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।