ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে পুনঃ নিয়োগ পেলেন নজরুল ইসলাম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৯ ১৪:৫৮:৫৫

 প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে মোঃ নজরুল ইসলামকে চুক্তিভিত্তিক পুনঃ নিয়োগ দেয়া হয়েছে।

 গত ২৮শে জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘মোঃ নজরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যা আগে ঘটে), অথবা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক বাতিল করার শতে’ সরকারের একজন সচিবের পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর ‘বক্তব্য লেখক’ পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।’

 নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 এরআগে, নজরুল ইসলাম ২০১৯ সালের ফেব্রুয়ারী থেকে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর(সচিব মর্যাদা) ‘বক্তৃতা লেখক’ পদে ও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে যুগ্ম সচিব এবং ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।

 এরআগে, তিনি ২০০৯ সাল থেকে অতিরিক্ত প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব(গ্রেড-১) এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেন।

 তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের (তথ্য) সদস্য ছিলেন।

 নজরুল ইসলাম একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকারের পাশাপাশি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাতা।

 
মহান মে দিবস আজ
প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ
সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ​
সর্বশেষ সংবাদ