নিরাপদ মহাসড়ক, চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে চালক ও হেলপারদের অংশ গ্রহণে গতকাল ৩১শে জানুয়ারী বেলা ১১টায় গান্ধিমারাস্থ পাংশা হাইওয়ে থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসন বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, সড়ক-মহাসড়কে বিশেষ করে মোটর সাইকেল চালকরা বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করবে এবং দুর্ঘটনা রোধে ওভারটেকিং করার সময় সকল চালকদের সতর্কতা অবলম্বন করতে হবে। মহাসড়কে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে সাথে সাথে হাইওয়ে থানায় খবর দিতে হবে।
কমিউনিটি পুলিশিং সভায় পাংশা হাইওয়ে থানার এসআই মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মদাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, পাংশা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদন্নবীর।