ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফে যোগদানের জন্য বাংলাদেশের মুরিদানদের উপচে পড়া ভিড় জমেছে।
সড়ক পথে হাজার হাজার মুরিদান ভক্ত মেদিনীপুর ওরশ শরীফে যোগদানের জন্য ইতিমধ্যে চলে এসেছে।
গতকাল ১৪ই ফেব্রুয়ারী ভারতের কোলকাতার মেদিনীপুর হুজুর পাকের চার নাম্বার বাড়িতে বাংলাদেশ থেকে আসা অসংখ্য মুরিদান ভক্তদের ভিড় দেখা যায়।
মেদিনীপুর হুজুর পাকের দরবার সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম ‘মওলাপাক’ এঁর ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ।
রাজবাড়ী জেলা থেকে কোলকাতায় আসা মেদিনীপুর হুজুর পাকের মুরিদান রিয়াজুল করিম বলেন, প্রতি বছরের ন্যায় বড় হুজুর পাকের পবিত্র উরশ উপলক্ষে রাজবাড়ী জেলা থেকে গত ১২ই ফেব্রুয়ারী কোলকাতায় এসে পৌছিয়েছি। এখানে হুজুর পাকের সাক্ষাৎ করার জন্য হাজার হাজার মুরিদান ভক্ত এসে ভিড় করছে।
আমরা হুজুর পাকের সাক্ষাৎ শেষে মেদিনীপুর উরস উপলক্ষে রওয়ানা দিবো। ১৭ই ফেব্রুয়ারী পবিত্র ওরশ শেষে রবিবার ভোরে সড়ক পথে পুনরায় দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবো।