ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
বিএনপি-জামায়াত আগুন দিয়ে রেলের ৯ কোটি ২৮ লাখ টাকার ক্ষতি করেছে --সংসদে রেলপথ মন্ত্রী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-১৫ ০৮:২২:৫১

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি জামায়াত ও তাদের দোসররা রেলে আগুন দিয়ে ৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩০৪ টাকার ক্ষতি করেছে।
 তিনি আজ ১৫ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে সরকারী দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
 রেলপথ মন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা রেলে অগ্নিসন্ত্রাস চালিয়েছে। এতে প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি ২৮ লক্ষ ৫৬ হাজার ৩০৪ টাকা।

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ডেসকোর চেয়ারম্যানের নির্দেশনা
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
সর্বশেষ সংবাদ