রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি জামায়াত ও তাদের দোসররা রেলে আগুন দিয়ে ৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩০৪ টাকার ক্ষতি করেছে।
তিনি আজ ১৫ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে সরকারী দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
রেলপথ মন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা রেলে অগ্নিসন্ত্রাস চালিয়েছে। এতে প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি ২৮ লক্ষ ৫৬ হাজার ৩০৪ টাকা।