ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
কালুখালীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
  • ফজলুল হক
  • ২০২৪-০২-১৬ ০৫:২৪:০৬

কালুখালী উপজেলার দুইটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সার্বিক দায়িত্ব পালন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মোঃ আব্দুল্লা আল মামুন। 

 এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন, আইন-শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইনসহ অন্যান্য অফিসারবৃন্দ দায়িত্ব পালন করেন।   

 জানা গেছে, এ বছরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় উপজেলার দুইটি কেন্দ্র কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় ও মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭৪ জন পরীক্ষার্থী  অংশগ্রহণ করে। 

 অপরদিকে কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে আল কুরআন বিষয়ে প্রথম দিনে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

 পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহ-সচিব প্রধান শিক্ষক মোঃ শিহাব উদ্দিন মোল্লা ও বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আঃ জব্বার ও রিপন চন্দ্র শীল, সহ-সচিব মোঃ আকবর আলী দায়িত্ব পালন করেন।

 অপর দিকে কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব আড়কান্দী দাখিল মাদরাসার সুপার মোঃ আঃ রব, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল জব্বার, হল সুপার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, সহ-সুপার হিসেবে মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
 পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন
সর্বশেষ সংবাদ