ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২৪-০২-২২ ১৪:৫৬:৪৯

 কালুখালী উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

 জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,  উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদারসহ অন্যান্য অফিসার বৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন। এরপর কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, পাংশা হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী সরকারী কলেজ, কালুখালী মহিলা কলেজ কালুখালী প্রেসক্লাব, উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলে পুষ্পস্তবক অর্পণ করে। 

 গত ২১শে ফেব্রুয়ারী সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, অফিসার্স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ