ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
বালিয়াকান্দির শহীদ মিনার বেদিতে জুতা পায়ে উঠলো সহকারী শিক্ষক
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০২-২২ ১৫:২৯:০৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্কুল এন্ড কলেজে গত ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মোঃ আব্দুল সবুর মিলনের বিরুদ্ধে। 

 এদিন সকাল থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় স্কুলটির সহকারী শিক্ষক মোঃ আব্দুল সবুর মিলন জুতা পায়ে বিদ্যালয়ের অন্য শিক্ষকদের শহীদ মিনারের বেদিতে উঠে ছবি তোলেন। ছবিটি কোনো এক ছাত্র ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

 নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি দেশ ও জাতির জন্য একটি লজ্জার ব্যাপার। শহীদ মিনারের পবিত্রতা রক্ষার বিষয়ে শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা শিক্ষা নেবে। এখন শিক্ষকেরাই যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন, তাহলে তাঁদের কাছ থেকে কোমলমতি ছেলেমেয়েরা কী শিক্ষা পাবে? এ ধরনের ঘটনা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল।

 শিক্ষক আব্দুর সবুর মিলন বলেন, তাড়াহুড়ো করে মনের ভুলে জুতা পড়ে সিঁড়িতে উঠে পড়েছিলাম। এটি আমার অন্যায় হয়েছে। 

 অধ্যক্ষ বলেন, আমরা সকলে ছবি তুলছিলাম, সে তখন তারাহুরো করে এসে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। 

 
পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ