ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-২৩ ১৪:৫৫:১০

 

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে গতকাল ২৩শে ফেব্রুয়ারী প্রতিদ্বন্দ্বী ৩জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিরিনা আকতার বানু প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

 জানা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে.এম শহিদুজ্জামান সুমন উটপাখি, কোরবান চৌধুরী ডালিম ও রাশেদুল পাঞ্জাবি প্রতীক পেয়েছেন। পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডলের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হয়। 

 পাঞ্জাবি প্রতীক প্রাপ্ত প্রার্থী রাশেদুল প্রয়াত কাউন্সিলর বাদশা মন্ডলের পুত্র। বাদশা মন্ডল ৬নং ওয়ার্ডের পরপর তিনবারের কাউন্সিলর ছিলেন। পিতার পাঞ্জাবি প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাশেদুল।

 আগামী ৯ই মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল শুক্রবার প্রতীক পেয়েই সমর্থিত লোকজনকে সাথে নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। 

 উল্লেখ্য, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩হাজার ৬১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১হাজার ৭৭৬জন। মহিলা ভোটার ১হাজার ৮৩৪জন। পুরুষের চেয়ে নারী ভোটার ৫৮জন বেশি।

 
নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ