ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। সুস্থ হয়েছে ৫৫ লাখেরও বেশি লোক। সুস্থতার হার ৮৪.১৩ শতাংশ। গতকাল ৪ঠা অক্টোবর দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
গত ২৪ ঘন্টায় ৭৫ হাজার ৮২৯ জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৩৭৩ জন। দেশটিতে নতুন করে মারা গেছে ৯৪০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১লাখ ১ হাজার ৭৮২ জনে।
এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৫ লাখ ৯ হাজার ৯৬৬ জন। অসুস্থ রয়েছে ৯ লাখ ৩৭ হাজার ৬২৫ জন।