পবিত্র মাহে রমজান উপলক্ষে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে গতকাল ৮ই মার্চ হতদরিদ্র ১০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, প্রত্যেক পরিবারের মাঝে ২৫কেজি চাল, ৩কেজি পেয়াজ, ৩কেজি মসুরের ডাল, ৩কেজি আলু, ১কেজি লবন, ২লিটার সয়াবিন তৈল, ১কেজি চিনি, ১কেজি ছোলা ও আধা কেজি খেজুর বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আহম্মদ উল্লাহ ও মরহুমা রাজিয়া বেগম’র পরিবারের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, কালুখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকীব খান, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মাস্টার, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান, কালুখালী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ডাঃ মোহাম্মদ গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৮ই মার্চ সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ৫০টি নলকূপ স্থাপন কাজের উদ্বোধন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।