ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বালিয়াকান্দিতে জমির সিমানার পিলার বসানোকে কেন্দ্র করে মারপিট॥দু’পক্ষের ৪জন হাসপাতালে
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৩-১২ ১৪:৫৯:৫০

বালিয়াকান্দি উপজেলার শালমারা শালকি গ্রামে গত ১১ই মার্চ রাতে জমির সিমানার পিলার বসানোকে কেন্দ্র কর মারপিটের ঘটনায় উভয় পক্ষের ৪জন আহত হয়েছে।

 গুরুতর আহতদেরকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 আহতরা হলো- শালমারা শালকি গ্রামের মৃত একদিল শেখের পুত্র আব্দুল সামাদ শেখ(৫৫), তার স্ত্রী রুপালী বেগম(৪২)। অপর পক্ষে চান্দু শেখের স্ত্রী রাবেয়া বেগম(৪০) ও আমজাদ শেখের স্ত্রী হালিমা বেগম(৫৫)।

 এ ঘটনায় আহত আব্দুল সামাদ শেখের ছোট ভাই হাসেম শেখ বাদী হয়ে গত ১১ই মার্চ রাতে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করলে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে আসামী চান্দু শেখের পুত্র খায়রুল শেখ (২০)কে গ্রেফতার করে।

 মামলার সূত্রে জানা গেছে, গত ৯ই মার্চ বাদীর বাড়ীর জমি মাপঝোপ করে সিমানা বুঝে দেয় সার্ভেয়ার। আসামীরা সিমানা পেরিয়ে বাদীর বাড়ীর ভিতর সিমানার পিলার বসাতে গেলে তারা বাধা দেয়। তখন আসামীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়।

 গত ১০ই মার্চ বিকালে বাদীর বড় ভাই আব্দুল সামাদ মসজিদে নামাজ পড়তে গেলে আসামীর লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তিনি প্রতিবাদ করে। এ সময় তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে আব্দুল সামাদ শেখের ঘাড়ে ও পেটে কোপ দেয়। তখন তিনি মাটিতে পড়ে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে ভর্তি করে।

 গত ১১ই মার্চ সন্ধ্যায় আসামীরাসহ অজ্ঞাত আরো ৫/৬ পুনরায় বাদীর বাড়ীতে গিয়ে রান্না ঘরে আগুল লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে নগদ টাকাসহ সোনাদানা নিয়ে গেলে পরিবারের লোকজন বাধা দেয়। এসময় তারা তাতেরকে এলোপাতারী ভাবে মারধর করে।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 

 
পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ