রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের ফল, কাঁচামাল ও নিত্যপণ্যের দোকানগুলোতে গতকাল ১৫ই মার্চ দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা গেছে, গত কয়েকদিন অপরিপক্ক তরমুজ চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কেজিতে কমে গেছে ২০ টাকা। সকালেও ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি করা তরমুজ ম্যাজিস্ট্রেট দেখেই বিক্রি করছে ব্যবসায়ীরা ৫০-৬০ টাকা কেজি। এমনকি কাঁচা বাজারে ৮০ টাকা কেজির পেঁয়াজ ব্যবসায়ীরা বিক্রি করছে ৬০ টাকা দরে। ৫০ টাকা হালি লেবু বিক্রি করছেন ৩০ টাকা হালি। অনেক ব্যবসায়ী আবার ম্যাজিস্ট্রেট দেখে দোকান পলিথিন দিয়ে ঢেকে দোকান থেকে সটকে পড়েন।
অভিযানকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তরমুজ বিক্রেতাদের তরমুজ কেনার রশিদ পরীক্ষা-নিরীক্ষা করেন। তাছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকানে পণ্যের মূল্য টানানোসহ সতর্ক করেন এবং একটি ফলের দোকানে রশিদ না থাকায় বেশি দামে ফল বিক্রির অপরাধে ১হাজার টাকা জরিমানা করেন এবং একটি ফার্মেসী থেকে পশুর ঔষুধ বিক্রি বন্ধসহ পশুর ঔষুধ একটি কার্টুনে ভর্তি করে রেখে দেন এবং তাকে সতর্ক করেন যেন পরবর্তীতে মানুষের ওষুধ বিক্রির পাশাপাশি পশুর ওষুধ বিক্রি না করে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরমুজ ও নিত্যপণ্যের দাম নিয়ে অনেকেই স্ট্যাটাস দেন এবং এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।
মনির হোসেন নামে এক ক্রেতা বলেন, গত বুধবারে যে তরমুজ আমি সাড়ে ৪০০ টাকায় কিনেছি, সেই তরমুজ আজ ম্যাজিস্ট্রেটের সামনে দাম চাচ্ছে মাত্র ২৫০ টাকা।
গোয়ালন্দ পৌরসভার বাসিন্দা মোঃ হাবিবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকালে যে তরমুজ আমার কাছে ৩৫০ টাকা চেয়েছিল সেই তরমুজ ভ্রাম্যমাণ আদালত চলাকালে ২২০ টাকা দিয়ে কিনেছি। রমজান মাসে আকাশ ছোঁয়া তরমুজের দাম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসসহ সব পণ্যের দাম যেন অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্টের অভিযান চালানো হচ্ছে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টানাতে হবে, যেন ক্রেতারা কোন রকম প্রতারিত না হয়। অভিযানকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।